Home / Exclusive / দর কমার শীর্ষে এমআই সিমেন্ট

দর কমার শীর্ষে এমআই সিমেন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৮ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ‌্যে এমআই সিমেন্টের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। এমআই সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে জানা গেছে, এমআই সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৩০ টাকা। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর কমে দাঁড়ায় ৬৯.২০ টাকায়। ফলে এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.১০ টাকা বা ৪.২৮ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৩.৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.০৭ শতাংশ, জিকিউ বলপেনের ২.৮০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৭৯ শতাংশ, আরামিট সিমেন্টের ২.৭৪ শতাংশ, আইটি কনসালট‌্যান্টসের ২.৭৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ২.৬৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৬৬ শতাংশ ও মিরাকলের ২.৬৩ শতাংশ দর কমেছে।

About admin

Check Also

পাহাড়ে বাতাসে ফলের ঘ্রাণ

চলছে জ্যৈষ্ঠ মাস। এখন হবিগঞ্জে পাহাড়ের কেমিক্যালমুক্ত ফলের ঘ্রাণে স্থানীয়দের মন মাতোয়ারা। দোকানিরা পাহাড়ের হরেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *